১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

ঢাবি ক্যাম্পাসে গাঁজা সেবন, এসআইকে থানায় দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

ঢাবি ক্যাম্পাসে গাঁজা সেবন করায় নিউমার্কেট থানার এসআই মাকফুর রহমানসহ দুইজনকে শাহবাগ থানায় সোপর্দ করেছে শিক্ষার্থীরা। আটক অপরজনের নাম মইনুল। তিনি বকশীবাজারের গাঁজা ব্যবসায়ী।

বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের বরাত দিয়ে জানান, ওই এসআইকে ক্লোজড করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, আইন অনুষদের মাঠে গাঁজা সেবনের সময় অনুষদের কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মাঠে গাঁজা সেবনের কারণ জানতে চান। তখন একজন গলা চড়িয়ে বলেন, তাদের মধ্যে একজন পুলিশ আছে। এরপর শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন দু’জন। পরে দু`জনকেই শাহবাগ থানায় নিয়ে যায় শিক্ষার্থীরা।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২৬, ২০১৭ ১১:৩২ পূর্বাহ্ণ