১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

বার্থ ডে বয় রাজকে ভুলে গেলেন সাবেক প্রেমিকারা

বিনোদন ডেস্ক:

বুধবার ছিল টালিউডের চকলেট বয়ের জন্মদিন। একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরছে রাজের টুইটার বক্স। লিস্টে রয়েছে সহকর্মী থেকে ভক্তকূল। কিন্তু সেই তালিকা থেকে নিজেদের সরিয়ে রেখেছেন রাজ চক্রবর্তীর তিন নায়িকা। ঘুরিয়ে বলতে গেলে তিন সাবেক প্রেমিকা। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা।

এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন কাদের নিয়ে কথা হচ্ছে! একটা সময় যাদের সঙ্গে চুটিয়ে রোমান্স করেছেন পরিচালক। শুটিংয়ের শুভ মহরত থেকে ছবির প্রিমিয়ারে যারা ছিলেন রাজের ছায়াসঙ্গী। সেই পায়েল, মিমি এবং শুভশ্রী ভুলে গেলেন তার জন্ম তারিখটি। মিস্টার চক্রবর্তীর জন্মদিনে নুসরাত, প্রিয়াঙ্কা, শ্রাবন্তীর সহ টালিউডের প্রথম সারির অভিনেত্রীরা শুভেচ্ছা জানালেও সে জোয়ারে গা ভাসাননি পায়েল, মিমি, শুভশ্রী।

‘প্রেম আমার’ ছবি থেকেই পায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রাজের। তার সঙ্গে সম্পর্কের ইতি হওয়ার পর রাজের সঙ্গে নাম জড়ায় মিমি। কিন্তু সেই সম্পর্কও টেকেনি বেশিদিন। বিচ্ছেদের পর ঘনিষ্ঠতা বাড়ে শুভশ্রীর সঙ্গে। বিয়ে অবধিও পৌঁছে যায় সেই সম্পর্ক। কিন্তু তাও টিকল না বেশিদিন। ফলে বুঝতেই পারছেন তিন নায়িকার সঙ্গে রাজের সম্পর্ক আদায় কাঁচকলায়। যার জেরেই এই তিন সুন্দরী এখনও অবধি শুভেচ্ছা তাকে জানাননি। কিন্তু দিন তো এখানেই শেষ নয় হয়তো তারা ব্যস্ততার কারণেই এখনও শুভেচ্ছাবার্তা জানাতে পারেনি পরিচালক রাজকে। সময় গড়ানোর সঙ্গে দেখা যাক, মান ভাঙে কিনা তাদের।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ২:৫৪ অপরাহ্ণ