১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১১

ভয়ঙ্কর অ্যাকশন নিয়ে আসছে ‘বাগী ২

বিনোদন ডেস্ক:

২০১৪-এ মুক্তি পাওয়া ‘হিরোপন্তি’ ছবিতেই বুঝিয়ে দিয়েছিলেন বলিউডের অ্যাকশন ছবির জন্য তিনি একেবারে আদর্শ। এরপর ২০১৬-এ তার ‘বাগী’ ছবিটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তার ফিটনেস মুগ্ধ করে সকলকে। তিনি জ্যাকি শ্রফের পুত্র টাইগার শ্রফ। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

বলিউডের অ্যাকশন ছবির ভক্তরা অনেকদিন ধরেই ‘বাগী ২’-এর জন্য অপেক্ষা করছিলেন। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ৩০ মার্চ মুক্তি পেতে চলেছে ছবিটি।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। নিজের টুইটার হ্যান্ডেলে নিজেই সেই বার্তা দিয়েছেন টাইগার। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত, আহমদ খান পরিচালিত এই ‘অ্যাকশন প্যাকড’ ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে দিশা পাটানিকে। টাইগার, দিশা ছাড়াও এ ছবিতে রয়েছেন মনোজ বাজপেয়ী, রণদীপ হুদা, প্রতীক বব্বর।

এ ছবির অ্যাকশন দৃশ্যগুলো আরও ভয়ঙ্কর। এবার দেখে নেওয়া যাক ‘বাগী ২’-এর কয়েক ঝলক।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১:০০ অপরাহ্ণ