১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৩

অপু বিশ্বাসের নাচ উপভোগ করবেন দর্শক মাশরাফি

দৈনিক দেশজনতা ডেস্ক:

মাশরাফির নড়াইলের বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এক বিশেষ কনসার্ট। অনুষ্ঠানটির নাম ‘কনসার্ট ফর দ্য হেল্পলেস’। সেই অনুষ্ঠানে পারফরম্যান্স করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর সেই পারফরম্যান্স দর্শক হিসেবে উপভোগ করবেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অনুষ্ঠানটি শুরু হবে ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টায়। ইতিমধ্যে কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন নায়িকা অপু। বুধবার মগবাজারের একটি স্টুডিওতে প্রস্তুতি নেন তিনি।

সেই সময় এ অনুষ্ঠান সম্পর্কে অপু বলেন, ‘এই কনসার্টটি আয়োজন করা হয়েছে অসহায় মানুষের জন্য। বিপিএল খেলার পর মাশরাফি ভাই এসব মানুষদের জন্য একটি অ্যাম্বুলেন্সও ব্যবস্থা করে দিয়েছিলেন। তাই ভাবতে ভালো লাগছে  যে এমন সুন্দর একটি আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পারছি। তাছাড়া ওই এলাকার মানুষদেরও অনেক কাছে থেকে দেখার সুযোগ পাবো। এটি আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হবে।

অপু বিশ্বাস ছাড়াও অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন চিত্রনায়ক আসিফ ইমরোজ এবং তানভীর তনু। আর মঞ্চে গান পরিবেশন করবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ, মাকসুদ ও তার ঢাকা ব্যান্ড। কনসার্ট টির আয়োজন করেছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। আর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোক্তা হলেন মাশরাফি বিন মর্তুজা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১২:৫৪ অপরাহ্ণ