বিনোদন ডেস্ক:
দক্ষিণ তামিল নাড়ু’তে নিজের রাজনৈতিক দল উদ্বোধন করেছেন ভারতীয় তারকা কমল হাসান।
মাদুরাই শহরে দলের সমর্থকদের সামনে রাজনীতিতে যোগদানের ঘোষণা দেন ৬২ বছর বয়সী মি. হাসান।
এই রাজ্যে অভিনেতাদের রাজনীতিবিদ হওয়ার চল নতুন নয়। তিনজন সাবেক অভিনেতা মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এর আগে ডিসেম্বরে, ২০২১ এর প্রাদেশিক নির্বাচনের আগে নিজের রাজনৈতিক দল তৈরির ঘোষণা দেন তামিল অভিনেতা রজনীকান্ত।
কমল হাসান অক্টোবরেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি রাজনীতিতে আসতে চান।
তাঁর দলের নাম ‘মাক্কাল নিধি মায়াম’, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী যার অর্থ জনগণের বিচারের কেন্দ্র।
মি. হাসান বলেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কাজ করবেন যেন “দুর্নীতি ও সাম্প্রদায়িকতা” রোধে ভূমিকা রাখতে পারেন।
একসময়কার তামিল অভিনেতা ও মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের মৃত্যুর পর থেকে তামিলনাড়ুতে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে।
সূত্র: বিবিসি