১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

মালাইকার ঘর ভেঙেছে

বিনোদন ডেস্ক:

গুঞ্জন ছিল অর্জুন কাপুরের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন মালাইকা আরোরা খান। এমনকি আরবাজ খানের সঙ্গে সাম্প্রতিক আইনগত বিচ্ছেদের পেছনেও নাকি রয়েছে অর্জুনের হাত। তবে নেহা ধুপিয়ার শো ভোগ নিবেদিত ‘বেস্ট ফ্রেন্ড ফরএভার’-এসব গুজব উড়িয়ে দিয়েছেন মালাইকা। জানিয়েছেন এখনো তিনি একাই রয়েছেন। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ছোট বোন অমৃতা আরোরাকে নিয়ে নেহা ধুপিয়ার শোতে হাজির হয়েছিলেন মালাইকা আরোরা। সেখানে নেহা জিজ্ঞেস করেছিলেন ‘গতবার যখন এসেছিল তখন বলেছিলে সিঙ্গেল। আর এখন? উত্তরে মালাইকা বলেন, ‘এখনো সিঙ্গেল।’

এ ছাড়া নিজের প্রিয় বন্ধুর সম্পর্কেও মালাইকাকে জিজ্ঞেস করেন নেহা। মালাইকা জানান তাঁর বেস্ট ফ্রেন্ড ফরএভার কারিনা কাপুর। পরে নেহা তাঁকে জিজ্ঞেস করেন কারিনার কোন কাজটি বাদ দেওয়া উচিত। মালাইকা উত্তর দেন ‘পরচর্চা’। কারিনাসহ নিজের অন্য প্রিয় বন্ধুদের নিয়ে সময় কাটাতে ভালোবাসেন মালাইকা। সর্বশেষ মালাইকাকে তাঁর বন্ধুদের সঙ্গে দেখা গিয়ছিল বোন অমৃতা আরোরার জন্মদিনে। যেখানে হাজির হয়েছিলেন কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, সাইফ আলি খান, সীমা খান ও মাহিপ খান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ৫:৫১ অপরাহ্ণ