১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

ইন্টারনেট ঝড় তুলেছেন তাহমিনা আফজাল

বিনোদন ডেস্ক:
সাবেক পর্ণ তারকা ও বর্তমান বলিউড অভিনেত্রেী সানি লিওনিকে নিয়ে যখন গোটা বলিউড বুঁদ, উত্তাপ ছড়াচ্ছেন আরেক ‘সানি’ তাহমিনা আফজাল। তবে তিনি পাকিস্তানি। পাকিস্তানিরা তাহমিনাকে ‘পাকিস্তানের সানি’ আখ্যাই দিচ্ছেন।
২০১৬ সালে প্রথমসারির ইরোটিক ম্যাগাজিন ত্হমিনাকে ‘মিস সোশ্যাল’ নির্বাচন করেছিল। পাকিস্তানি-আমেরিকান মা-বাবার কন্যা তাহমিনা তার আগেও বেশ কয়েকবার ‘মিস সোশ্যাল’ নির্বাচিত হন। ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে তাহমিনার একটি ভিডিও নেটিজেনদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। জন্মসূত্রে নিউ ইয়র্কের বাসিন্দা তাহমিনা বলেন, ‘আমিই একমাত্র পাকিস্তানি নারী, যে সব বাধাকে তুচ্ছ করেছে।’ সানির মত তাহমিনারও স্বপ্ন বলিউডে যায়গা করে নেওয়া। সে স্বপ্ন পূরণ হবে কি না সেটা সময়ই বলে দেবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ৫:৪৬ অপরাহ্ণ