২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৪৭

রশিদের হুমকির মুখে স্টার্ক

স্পোর্টস ডেস্ক:

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ ও বল খরচ করে ১শ’ উইকেট শিকারের মালিক অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। কিন্তু তার এমন দুর্দান্ত দু’টি রেকর্ড এখন হুমকির মুখে। আফগানিস্তানের তরুন তুর্কি রশিদ খান হুমকির মুখে ফেলে দিয়েছেন স্টার্কের রেকর্ড দু’টিকে।
কারন সবচেয়ে কম ম্যাচ খেলে ১শ উইকেট ও সবচেয়ে কম বল খরচ করে ১শ’ উইকেট শিকারের মালিক হবার কাছাকাছি পৌঁছে গেছেন রশিদ। স্টার্ক সবচেয়ে কম ৫২ ম্যাচ ও কম বল খেলে ওয়ানডে ক্রিকেটে ১শ উইকেট শিকারের রেকর্ডটি নিজের দখলে রেখেছেন। সেখানে রশিদ খেলেছেন ৩৭ ম্যাচ এবং এ মাইলফলক থেকে মাত্র ১৪ উইকেট দূরে। তাই স্টার্ককে পিছনে ফেলাটা ফর্মের তুঙ্গে থাকা রশিদের কাছে মামুলি ব্যপার মাত্র।
সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১৬ উইকেট নিয়েছেন রশিদ। সেই সাথে আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিং-এ যৌথভাবে শীর্ষে জায়গা করে নেন তিনি। সবচেয়ে কম বয়সে ওয়ানডে র‌্যাংকিং-এ বোলিং-এ শীর্ষে উঠার রেকর্ডও গড়েন তিনি। ১৯ বছর ১৫৩ দিন বয়সে আইসিসির কোন র‌্যাংকিং ক্যাটাগরিতে শীর্ষে উঠলেন রশিদ। বাসস।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ৫:৩৯ অপরাহ্ণ