১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৭

চীনা মডেলের নববর্ষের শুভেচ্ছা ঘিরে বিতর্ক

বিনোদন ডেস্ক:

ইন্সটাগ্রামে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়েছেন চীনা সুপার মডেল লিউ ওয়েন। ভক্তদের ইন্সটাগ্রামে দেয়া বার্তায় চীনা নতুন বছরের শুভেচ্ছা না লিখে তিনি নতুন চন্দ্রবর্ষের শুভেচ্ছা লিখেছেন। এখান থেকেই শুরু হয় বিপত্তি।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তার বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি নিজ ঐতিহ্যকে ছোট করে দেখছেন। পরবর্তীতে তিনি বার্তাটি সম্পাদন করে চীনা নববর্ষের শুভেচ্ছা লিখেছেন। ১৬ ফেব্রুয়ারি চন্দ্রবর্ষ শুরু হয়েছে।পৃথিবীর কয়েক কোটি মানুষ দিনটি বিশেষভাবে উদযাপন করেন। দিবসটি চীনে ব্যাপকভাবে পালন করা হলেও তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম,সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়াসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও পালিত হয়।

বিশ্বের সর্বোচ্চ অর্থ আয় করা মডেলদের মধ্যে লিউ অন্যতম। ইন্সটাগ্রামে এক ভক্ত লিখেছেন, আপনি গত বছর চীনা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু এ বছর এসে চন্দ্র বছরের শুভেচ্ছা জানালেন। এটা চরম বিরক্তিকর।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ২:০৭ অপরাহ্ণ