১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৭

ক্রিকেটকে গুডবাই জানালেন পিটারসেন

স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলে ব্রাত্য, চলে এসেছেন ক্যারিয়ারের গোধূলিলগ্নে- ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন তারপরও বলেছিলেন, এ বছরের ডিসেম্বর পর্যন্ত খেলা চালিয়ে যাবেন। ২২ ফেব্রুয়ারি থেকে আরব আমিরাতে শুরু হতে যাওয়া বৈশ্বিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিনি খেলছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। সেজন্য দুবাইতে আসার আগে পরিবারকে উদ্দেশ করে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগপ্রবণ বার্তা পোস্ট করেছেন এই ৩৭ বছর বয়সী। তিনি সেখানে বলেছেন, পিএসএলই তার শেষ ক্রিকেট টুর্নামেন্ট। এবার অবসর নিয়েই ফেললেন এই ডানহাতি স্টাইলিশ ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকায় জন্ম হলেও দেশটির ক্রিকেট দলে জাতিগত কোটা পদ্ধতির প্রতিবাদ করে ইংল্যান্ডে চলে আসেন পিটারসেন। ২০০৪ সালে ইংলিশদের হয়ে ওয়ানডে অভিষেকের পর ২০০৫ সালে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ দিয়ে টেস্ট অভিষেক হয় তার। সেবার ৫২.৫৫ গড়ে ৪৭৩ রান করে সিরিজসেরা খেলোয়াড় হন তিনি। ইংল্যান্ডও জেতে ২-১ ব্যবধানে।

এরপর আর পেছনে তাকাতে হয়নি পিটারসেনের। ২০০৮ সালে দলটির টেস্ট ও ওয়ানডে অধিনায়কত্ব পেলেও ছয় মাসের মধ্যে তৎকালীন কোচ পিটার মুরসের সঙ্গে ঝামেলা করে দায়িত্ব ছেড়ে দেন। ২০১২ সালে একবার অবসর নিয়ে আবার ফিরে আসেন। তবে ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে তার সম্পর্কের উন্নতি হয়নি। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে ও ২০১৪ সালে অ্যাশেজ শেষ হওয়ার পর ইসিবি জাতীয় দল থেকে বরখাস্ত করে পিটারসেনকে।

বৈশ্বিক টি-টোয়েন্টি লিগগুলোয় খেলা চালিয়ে গেলেও এবার ক্যারিয়ারে একেবারে ইতি টেনে দিচ্ছেন প্রতিভাবান এই ক্রিকেটার। ইনস্টাগ্রামের পোস্টে তিনি লিখেছেন, ‘একজন ক্রিকেটার হিসেবে অসংখ্য বিদায় জানাচ্ছি জেসিকা লিবার্টি (স্ত্রী) ও আমার সন্তানদের। এবং এটাই আমার নেয়া শেষ বিদায় হবে। আমি প্রতিটি বিদায়ই ঘৃণা করতাম, তারপরও কাজের অংশ বলে মানিয়ে নিতাম। এই যাত্রাটা ছিল অসাধারণ। আগামী ৩-৪ সপ্তাহ আমি একজন পেশাদার খেলোয়াড় এবং তারপরই এই অধ্যায় সমাপ্ত!’

খেলাটির প্রতি তার ভালোবাসাও ফুটে উঠেছে এই বার্তায়, ‘আমি আমার সময় কাটিয়ে এসেছি এবং তা ভালোবেসেছি। তবে অনুভব করছি অন্তহীন বিদায় ও সফরের এখন একটা শেষ হওয়া উচিত। আমার জীবনে ক্রিকেটই ছিল সবচেয়ে চমৎকার বিষয়।’ ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকদের একজন পিটারসেন ১০৪ ম্যাচে ২৩ সেঞ্চুরি ও ৩৫ ফিফটিতে ৮১৮১ রান করেছেন। ১৩৬ ওয়ানডেতে ৯ সেঞ্চুরি ও ২৫ ফিফটিতে ৪৪৪০ রান ও ৩৭ টি-টোয়েন্টিতে ৭ ফিফটিতে তার সংগ্রহ ১১৭৬ রান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ২:১২ অপরাহ্ণ