১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৬

তোমার পেট ও কোমর খুব সুন্দর

বিনোদন ডেস্ক:

শরীর শুধু শরীর?‌ অভিনয়ের কোনও প্রশংসাই নেই। দক্ষিণ ভারতের ফিল্মে নারীদের ব্যবহারই করা হয় শুধু শরীর দেখানোর জন্য। এমনই বিস্ফোরক অভিযোগ দক্ষিণের সুপারস্টার ইলিয়ানা ডি ক্রুজের। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আজকাল পত্রিকা। ১১ বছর ধরে দক্ষিণী ছবিতে অভিনয় করছেন ইলিয়ানা। পাশাপাশি করেছেন ছ’‌টি বলিউডের ছবিও। ফিল্মজগতে এই দীর্ঘ সফরের পরে মোটেও সন্তুষ্ট হতে পারছেন না ইলিয়ানা।

বরফি, ম্যায় তেরা হিরো–র নায়িকা বলেন, ‘‌আমি যখন দক্ষিণের ফিল্মে কাজ করতে শুরু করি, কোনও ধারণাই ছিল না কী করে দক্ষিণী ছবিতে কাজ হয়। জীবনের প্রথম শটটি দিতে গিয়ে আমি অস্বস্তিতে পড়েছিলাম। দৃশ্যটা ছিল একটি শঙ্খকে ধীরে ধীরে আমার পেটের কাছ বুকের কাছে শোওয়া অবস্থায় তুলে আনতে হবে।’‌

ইলিয়ানা পরিচালককে জিজ্ঞাসা করেন, কেন এই দৃশ্যটা শ্যুট করা হচ্ছে। পরিচালক জবাব দেন, ‘‌এটা করলে তোমাকে সুন্দর দেখতে লাগবে। কারণ তোমার কোমর ও পেট খুব সুন্দর।’‌ ঘটনাটায় রীতিমতো অবসন্ন হয়ে পড়েন ইলিয়ানা। তিনি বলেন, ‘‌আমার কাজ অভিনয়। শরীর দেখানো নয়। অথচ আমাকে শুধু একটা শরীর হিসাবে বিচার করা হচ্ছে।’‌

শরীর দেখানো নিয়ে কোনও শুচিবায়ুগ্রস্ত নন ইলিয়ানা। তিনি বলেন, ‘‌চিত্রনাট্যের খাতিরে শরীর দেখাতে হলে আমি রাজি। কিন্তু যেভাবে অকারণে শরীর দেখাতে বাধ্য করা হয়, আমি সেটার বিরোধী। দক্ষিণের ছবিতে নায়িকাদের নাভি দেখানোর চল রয়েছে। সেটা নিয়েও মুখ খুলেছেন ইলিয়ানা। বলেন, ‘‌এটা কেন করা হয়, আমার কাছে কোনও উত্তর নেই। তবে এটার প্রভাব খুবই খারাপ হতে চলেছে।’‌‌‌

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১:২৯ অপরাহ্ণ