১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

বিশ্বজুড়ে হামলার নতুন ছক তৈরি করছে কিম

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়া থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল WannaCry. যার মাধ্যমে হ্যাক করে পণ চাওয়া হচ্ছিল। আবারো বড়সড় হ্যাকিং-এর জাল বিস্তার করতে চলেছে পিয়ংইয়ং। ইতিমধ্যেই তা প্রস্তুতি শুরু হয়ে গেছে। ক্যালিফোর্নিয়ার এক সাইবার সিকিউরিটি সংস্থা FireEye সাবধানবাণী দিয়ে জানিয়েছে, গোটা বিশ্ব কিম জং উনের সেই সাইবার হামলার শিকার হতে পারে। যদিও উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের জন্য ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তবে এই দেশ সাইবার অ্যাটাকের প্রযুক্তি তৈরি বিশেষ মন দিয়েছে। একেবারে হঠাৎ করে হামলা চালাতে পারে তারা। প্রচুর টাকা খরচ করছে তার জন্য।
দক্ষিণ কোরিয়া, জাপান, ভিয়েতনামসহ বেশ কয়েকটি দেশে এই ধরনের হামলার প্রবল সম্ভাবনা রয়েছে। এর আগে শুধু WannaCry নয়, ২০১৬-তে বাংলাদেশের ব্যাংকে হ্যাকার হানা ও সোনি-তে সাইবার অ্যাটাক চালানোর পিছনেও ছিল কিম জং উনের দেশ।
গত বছর Recorded Future নামে এক সাইবার নিরাপত্তা সংস্থা তাদের রিপোর্টে জানিয়েছিল, বিদেশে বসেই হ্যাকিং করছে পিয়ংইয়ং। বিশ্বের বিভিন্ন দেশে লুকিয়ে আছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। বিশেষত ভারত, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, নেপাল, কেনিয়া, মোজাম্বিক কিংবা ইন্দোনেশিয়ার মত দেশে এদের উপস্থিতি রয়েছে বলে মনে করা হয়। গত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত যেসব সাইবার অ্যাটাক হয়েছে, সেগুলো খতিয়ে দেখতে গিয়েই গোয়েন্দাদের হাতে এই তথ্য এসেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১:৩৩ অপরাহ্ণ