১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০১

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো শিল্পী সমিতি

বিনোদন ডেস্ক:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

একুশের প্রথম প্রহরে বিএফডিসির শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারকারা। তাদের নেতৃত্ব দেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

ফুল দেওয়ার পাশাপাশি তারা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাপ্পী চৌধুরী, শিপন মিত্র, জয় চৌধুরী, সাঞ্জু জন, নাদিম, বিপাশা কবির, মিষ্টি জান্নাত, জেসমিন, শিরিন শিলা, রোমানা নীড়, তানিয়া আক্তার দিপালীসহ অনেকে। আরো ছিলেন নৃত্য পরিচালক মাসুম বাবুল।

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১০:৪৪ পূর্বাহ্ণ