২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩৭

মিলানে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

দৈনিক দেশজনতা ডেস্ক:

মিলান কেন্দ্রীয় জামে মসজিদের তত্ত্বাবধানে ও দারুল হিকমাহ একাডেমির আয়োজনে দিনব্যাপী উদযাপিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারি।

সম্প্রতি একাডেমি প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে ইসলামিক গজল ও সংগীত পরিবেশন করেন একাডেমির ছাত্রছাত্রীরা।

ছাত্রছাত্রীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ছোট্ট একটি বাংলাদেশের রুপ নেয় একাডেমি প্রাঙ্গণ।
তিন পর্যায়ে বিভক্ত এই অনুষ্ঠানে, প্রথমেই সমবেত কন্ঠে ইসলামিক সংগীত পরিবেশন করে ছাত্রছাত্রীরা।

একাডেমির ভাইস প্রিন্সিপাল রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদ এর সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম। বক্তব্য দেন, একাডেমির পরিচালক মাওলানা জোনাইদ সোবহান,একাডেমির শিক্ষক আবু নাসের বাহার, আবু রাশেদ, জনতা ব্যাংক মিলান শাখার ম্যানেজার মিজানুর রহমান প্রমুখ।

ছাত্রছাত্রীদের বাংলাভাষার প্রতি উদ্বুদ্ধ করে অনুষ্ঠানে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন সাংবাদিক তুহিন মাহামুদ।

শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১০:৪০ পূর্বাহ্ণ