১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

সিতারায় ব্যস্ত জাহিদ হাসান

বিনোদন ডেস্ক:

জাহিদ মানেই ব্যতিক্রমী অভিনয়। সিনেমা ও নাটক- দুই মাধ্যমেই এখন সমান তালে অভিনয় চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এ তারকা ব্যস্ত আছেন ‘সিতারা’ নামের একটি ছবির শুটিং নিয়ে। প্রায় দুই সপ্তাহ ধরে ভারতের কোচবিহারে চলছে ছবিটির শুটিং। এতে জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করছেন ভারতীয় অভিনেত্রী রাইমা সেন। এ ছবিতে জাহিদ হাসানের সঙ্গে আরও রয়েছেন প্রখ্যাত অভিনেতা ফজলুর রহমান বাবু। ছবিটি পরিচালনা করছেন আশীষ রায়।

বাংলাদেশের সীমান্তে চোরাচালানের গল্প নিয়ে এগিয়েছে সিতারা ছবির কাহিনী। ছবিটি প্রসঙ্গে জাহিদ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে ভারত থেকে তিনি জানান, “ছবির গল্প আসলে দারুণ। এতে ফজলুর রহমান বাবু ভাইয়ের স্ত্রী থাকেন রাইমা। আর আমার প্রেমিকা। এতে আমার চরিত্রের নাম দিলু। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে এ ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। ছবিটির জন্য টানা শুটিং করছি। এরপর বাংলাদেশের দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় ছবিটির শুটিং শুরু করব।” ছবিটি বাংলা ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

232Shares
প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১২:৩১ অপরাহ্ণ