আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার একটি আদালত বোকো হারামের সদস্য সন্দেহে আটক ৪৭৫ জন বন্দীকে মুক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে কোনও তথ্য-প্রমাণ না পাওয়ায় আদালত এ নির্দেশ দিয়েছেন। নাইজেরিয়ার আইনমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, শিগগিরই ওই বন্দীদের সঠিক আইন মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে বিজ্ঞ আদালত কোনো সাজা ঘোষণা করেননি। সে কারণে তাদের মুক্তির নির্দেশ দিয়েছেন বিচারক। চারশ ৭৫ জনকে মুক্তি দেওয়ার রায় হলেও আরো এক হাজার ছয়শ জন সেখানে বন্দি থাকার খবর পাওয়া গেছে। ২০১০ সাল থেকে তাদের অনেকেই বিনা দোষে বন্দী আছেন সেখানে। তবে বেশিরভাগ আটক হয়েছেন ২০১৪ সালে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

