১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৩

শোয়েবকে ফেরানোয় সমর্থকদের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের ক্রিকেটে ফিরছেন শোয়েব আখতার। তবে এবার আলাদা ভূমিকায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রেসিডেন্টের ক্রিকেটবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করবেন তিনি। একই সঙ্গে বোর্ডের বিশেষ দূত হিসেবেও কাজ করবেন সাবেক এ স্পিডস্টার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তবে পিসিবির এই সিদ্ধান্ত বেজায় চটেছেন দেশটির ক্রিকেটপ্রেমীরা। শেঠি টুইটে লেখেন- শোয়েব আখতারকে ক্রিকেট অ্যাফেয়ার্স চেয়ারম্যানের উপদেষ্টা এবং বোর্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ দেয়া হল। তার টুইটের পরই প্রতিক্রিয়া আসতে থাকে সমর্থকদের। অনেকেই তা ভালোভাবে নেননি। এ খবরে রীতিমতো অবাক হয়েছেন তারা। সমালোচনা করতেও পিছপা হননি।

প্রতিক্রিয়ায় কেউ লিখেছেন- ‘বাজে পছন্দ’,। আবার কেউ লিখেছেন- ‘খারাপ সিদ্ধান্ত’। তিনি শুধু খেলোয়াড় ও ম্যানেজমেন্টের ভালো সমালোচনা করতে পারেন। মনে করি না, পাকিস্তানের ক্রিকেটের উন্নয়নের জন্য তার কোনো সুচিন্তা আছে। তবে এ দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত শোয়েব। নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আমি পাকিস্তানের ক্রিকেটের জন্য কাজ করতে মুখিয়ে আছি। দেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিতে চাই। আমরা সবাই মিলে পাকিস্তানি ক্রিকেটকে পরের ধাপে নিয়ে যেতে চাই। আমাকে বেছে নেয়ার জন্য আমি গর্বিত। যে মানসিকতা নিয়ে খেলতাম সেই মানসিকতা নিয়েই এ কাজ করব।

অতীতে শোয়েবের গলায় ঘণ্টা পরিয়েছেন শেঠিই। এই গতি তারকার সমালোচনায় সোচ্চার ছিলেন তিনি। শোয়েবও একহাত নিতে ছাড়েননি শেঠিকে। বলেছিলেন, তার নেতৃত্বে পিছিয়ে পড়ছে দেশের ক্রিকেট।’ অথচ চক্ষুশূল হওয়া সেই ব্যক্তিরই হাত ধরে আবারও পাকিস্তানের ক্রিকেটে ফিরছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১২:৩৮ অপরাহ্ণ