১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৭

বানসালিকে ফিরিয়ে দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক:

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’কে চলচ্চিত্রের পর্দায় রূপ দিয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। নামভূমিকায় শাহরুখ খানের দুর্দান্ত অভিনয় ছবিটিকে দিয়েছিল নতুন মাত্রা। কিন্তু এ রকম সফল ছবির পরও নায়ক-পরিচালকের এ জুটি নতুন কোনো ছবির মুখ দেখেনি। কী সেই কারণ? ডিএনএ ইন্ডিয়ার বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, নিজের ব্যক্তিগত সমীকরণ মেলাতে গিয়ে বানসালির সঙ্গে আর কাজ করা হয়ে ওঠেনি শাহরুখের।

ডিএনএ ইন্ডিয়ার একটি সূত্র জানায়, ‘শাহরুখ সঞ্জয়ের ছবিতে আর অভিনয় করছে না। গত বছর পাণ্ডুলিপি নিয়ে দুজনের মধ্যে কয়েক দফা সাক্ষাৎ হয়েছে, কিন্তু সেটা আলোর মুখ দেখেনি। শাহরুখকে যে ছবি প্রস্তাব করা হয়েছিল, তিনি তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন।’ সূত্রটি আরো জানায়, ‘শাহরুখ ও বানসালি দুজনেই অতিমাত্রায় পেশাদার। তাঁদের ব্যক্তিগত সমীকরণের প্রভাব পড়ুক, এ রকম কাজে হাত দিতে চান না তাঁরা। তাঁরা ভালো বন্ধু এবং তাঁদের বন্ধুত্ব অটুট থাকুক, সেটাই তাঁরা চান। তাঁরা দুজনেই একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছেন খুব শিগগির তাঁরা একে অপরের সঙ্গে কাজ করবেন।’

শাহরুখকে প্রস্তাব করা দুটি পাণ্ডুলিপির মধ্যে একটি ছিল ‘পদ্মাবত’-এর। ‘পদ্মাবত’-এর আলাউদ্দিন খিলজি ও মহারাওয়াল রতন সিং দুটি চরিত্রই প্রস্তাব করা হয়েছিল তাঁকে। কিন্তু শাহরুখ দুটি চরিত্রের প্রস্তাবই ফিরিয়ে দেন। তিনি মনে করেছিলেন, রতন সিংয়ের চরিত্রটি পাণ্ডুলিপির প্রয়োজনে তৈরি করা হয়েছে। এর আলাদা কোনো বিশেষত্ব নেই। আর আলাউদ্দিন খিলজির চরিত্রটি তাঁর জন্য সমস্যা তৈরি করতে পারে।

শাহরুখ বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘জিরো’ ছবির শুটিং নিয়ে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। বড়দিনকে উদ্দেশ করে চলতি বছরের ২১ ডিসেম্বর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ৯:৪৬ পূর্বাহ্ণ