১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

রাশিয়ায় গির্জায় আইএসের হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার দাগেস্তান অঞ্চলে গির্জায় বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। আহতদের মধ্যে একজন নারী  ও তিনজন পুরুষ।
এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস)। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। রোববার বিকেলে, মুসলিম অধ্যুষিত দাগেস্তানের প্রাদেশিক রাজধানী কিজলায়ায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রার্থনা শেষে সবাই গির্জা থেকে বের হওয়ার সময় ছুরি ও শিকারের বন্দুক নিয়ে হামলা চালায় বন্দুকধারী। পরে, নিরাপত্তা বাহিনীর গুলিতে ২২ বছর বয়সী হামলাকারী নিহত হয়। হামলার পর এক বিবৃতিতে দায় স্বীকার করে ইরাক-সিরিয়া ভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস। পাশাপাশি, হামলাকারীর একটি ভিডিওচিত্রও প্রকাশ করে তারা, যেখানে সে আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে। রুশ বার্তা সংস্থা তাস জানায়, কিজলার শহরের চার্চটিতে গতকাল রোববার সন্ধ্যায় প্রার্থনা শেষে বের হওয়ার সময় বন্দুকধারী অতর্কিত গুলি ছোড়া শুরু করে। পরে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হন। যদিও তাঁর পরিচয় এখনো জানা যায়নি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ৯:৪৩ পূর্বাহ্ণ