১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২১

নারায়ণগঞ্জে মাস্টার দেলুর স্ত্রী ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত মাদক ব্যবসায়ী দেলু ওরফে মাস্টার দেলুর স্ত্রী লাকীকে (৩০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আজ রোববার সকাল ১১টায় ডিবি সংবাদ সম্মেলনে জানায়, শনিবার রাত ১০ টায় জামতলা মেলা ফুড ভিলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাকী বন্ধুকযুদ্ধে নিহত দেলুর স্ত্রী। সে শহরের খানপুর এলাকায় বসবাস করে।

ডিবির উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মাস্টার দেলু নিহতের পর দেলুর মাদক সম্রাজ্যের দায়িত্ব নেয় তার স্ত্রী। সে জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে থাকে। শনিবার তাকে ১ হাজার পিস ইয়ায়াবসহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।

এর আগে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে দেলুর স্ত্রীসহ মাদক ব্যবসায়ী চক্রকে গ্রেফতার করা হলেও তারা জামিনে মুক্ত হয়ে দেলু মারা যাবার পর পুরোপুরি তার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ শুরু করে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ২:০০ অপরাহ্ণ