১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

দুই কোটি টাকা হাঁকালেন প্রিয়া

বিনোদন ডেস্ক:

প্রিয়া প্রকাশ। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন তিনি। তার সম্পর্কে সব খবর নখদর্পণে চলে এসেছে নেটিজেনদের। আপাতত অপেক্ষা তার জীবনের প্রথম ছবি ‘অরু আদার লাভ’-এর মুক্তির। যদিও সে ছবিতে প্রিয়া নায়িকার ভূমিকায় অভিনয় করছেন না। কিন্তু ছবিতে একটি গানের মাত্র ২৫ সেকেন্ডের চোখ মারার ভিডিও ক্লিপিংয়ে প্রিয়া জিতেছেন আসমুদ্র হিমাচলের মন।

তার পেছনে পরিচালক-প্রযোজকদের লাইন পড়ে গিয়েছে। আর এই সুযোগে মাত্র ১৮ বছর বয়সেই প্রিয়া যে দর হাঁকিয়েছেন তার পরের ছবির জন্য তা শুনলে সত্যিই চোখ কপালে উঠবে। প্রিয়া তার পরের ছবির জন্য ২ কোটি টাকা চেয়েছেন! নিখিল সিদ্ধার্থের বিপরীতে তিনি নায়িকা হবেন ওই ছবিতে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১:৪০ অপরাহ্ণ