১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩১

আমি যেখানে যাই সেখানেই প্রচারণা শুরু হয়ে যায়: অপু

বিনোদন ডেস্ক:

অপু বিশ্বাস যেখানে যান সেখানেই প্রচারণা শুরু হয়ে যায়। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে-বিচ্ছেদ আর ক্যারিয়ারের নানা দিক নিয়ে এমন দাবি করেছেন অপু নিজেই।

কেউ কেউ বলেন অপু বিশ্বাস খুব বেশি প্রচারণা খোঁজেন। এ বিষয়ে জানতে চাইলে অপু বলেন, আমি জানি না এটা কারা বলে। আমি প্রচারণা খুঁজতে যাব কেন? আমি নিজেই একজন প্রচারণার লোক। আমি যেখানে যাই সেখানেই একটি প্রচারণা শুরু হয়ে যায়। আমি অপু বিশ্বাস, লোকে তাদের প্রচারণার জন্য আমাকে নিয়ে যায়। আমি কেন প্রচারণা খুঁজতে যাব?

অভিযোগ আছে অপু সব জায়গায় তার ‘সাবেক স্বামী’ শাকিবকে সেল করার চেষ্টা করেন। শাকিবকে ভিত্তি করে প্রচারণার আলোয় আসার চেস্টা করেন তিনি। এ বিষয়ে অপু বলেন, যারা বলে তারা ভুলে যায় কেন শাকিব আমার স্বামী। আর তাদের আমি বলব শাকিব কিংবা আমার দিকে তাকিয়ে নয়, শাকিবের সন্তানের দিকে তাকিয়ে একবার কথা বলতে বলুন। শাকিব খানের যে একটি বাচ্চা আছে! শাকিব খানের শরীরের অংশ যে আছে, তাকে ভালোবাসতে বলেন। তারপর আমার এসব কথার ব্যাখ্যা করতে বলুন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১০:২৩ পূর্বাহ্ণ