১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১০

ফ্যাশন হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অপু

বিনোদন প্রতিবেদক :

ঢাকাই চলচ্চিত্রের বিউটি কুইন অপু বিশ্বাস। এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞানচিত্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে যুক্ত হচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার ‘মেহজাবিন নূর নাবিলা ফ্যাশন হাউস’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অপু। এছাড়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মডেল ফারহান আপন।
গতকাল রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত ‘মেহজাবিন নূর নাবিলা ফ্যাশন হাউস’র শো-রুম উদ্বোধন ও কেক কেটেছেন অপু বিশ্বাস-ফারহান আপন। এ সময় উপস্থিত ছিলেন ‘মেহজাবিন নূর নাবিলা ফ্যাশন হাউস’র কর্ণধার মাহমুদা রহমান। এছাড়া ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা, অভিনেত্রী চাঁদনী, র‌্যাম্প মডেল হিমি, অভিনেত্রী মৌটুশী বিশ্বাস, সুস্মিতা সায়লিসহ অনেক মডেল-অভিনয়শিল্পী। অনুষ্ঠানটির ইভেন্ট ম্যানেজমেন্টে ছিলেন গৌতম শাহা।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘মেহজাবিন ফ্যাশন হাউস’র পোশাক আমি দেখেছি। এদের প্রত্যেকটি পোশাক সুন্দর ও মানসম্পন্ন। এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ভালোই লাগছে। আশা করছি এখানে পোশাক কিনে কেউ ঠকবে না। ‘মেহজাবিন’র এর জন্য শুভ কামনা।’ অপু বিশ্বাস সম্প্রতি ‘ওপারে চন্দ্রাবতী’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। রফিক সিকদার পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক সাইন সাদিক। এর আগে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-টু’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।
অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাজনীতি’। গত ঈদুল ফিতরে মুক্তি পায় এটি। বুলবুল বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেন শাকিব খান। অন্যদিকে ফারহান আপন এর আগে বেশকিছু পণ্যের মডেল হয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১০:১৯ পূর্বাহ্ণ