১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

প্রিয়াতে বেসামাল লুঙ্গি

বিনোদন ডেস্ক:

প্রিয়া প্রকাশ ওয়ারিওর। নামটি মুখে নিলেই চোখের সামনে ভেসে ওঠে একটি ভিডিও। যে ভিডিওতে তার চোখের নাচনিতে বেসামাল হাজারও তরুণ। ব্যতিক্রম নন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার লুঙ্গি এনগিদিও।
দক্ষিণী চলচ্চিত্রের এই অভিনেত্রীর ভিডিওটি ভাইরাল হয়েছে খুব বেশি দিন হয়নি। যাতে চোখের ইশারায় এক তরুণকে কুপোকাত করতে দেখা যায় তাকে। তা নিয়ে হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ভারত ছাড়িয়ে যার রেশ আছড়ে পড়েছে সুদূর আফ্রিকায়। এতে নাকি প্রিয়ার মধ্যে ভালোবাসার আঁচ পেয়েছেন এইপ্রোটিয়া পেসার ।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে ২১ বছর বয়সী এই ক্রিকেটারের অভিষেক ঘটেছে গত বছরের জানুয়ারিতে। তবে লাইমলাইটে এসেছে চলতি বছর দক্ষিণ আফ্রিকা-ভারত টেস্ট সিরিজ দিয়ে। তাকে এবং প্রিয়াকে নিয়ে বানানো একটি ভিডিও টুইটারে বেশ শোরগোল ফেলেছে। যা নজর এড়ায়নি তারও। ১৫ ফেব্র“য়ারি সেই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ভালোবাসা দিবস হয়ে গেলৃ।

লুঙ্গি এবার আইপিএল মাতাবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তার শেয়ার করা ভিডিও নিয়ে মজা করেছে ফ্র্যাঞ্চাইজিটিও। টুইটারে এই পেসারের ভিডিওর নিচে আরেকটি ভিডিও শেয়ার করেছে তারা। যেখানে দেখা যায়, একটি সিংহকে আলিঙ্গন করছেন প্রাণি মনোবিদ কেভিন রিচার্ডসন। তা দিয়ে হয়তো প্রিয়ার প্রতি এই তরুণের ভালোবাসাই বোঝাতে চেয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ৯:৫৩ পূর্বাহ্ণ