বিনোদন ডেস্ক :
টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ব্যক্তিগত জীবনে নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জনসহ নানা ঘটনা নিয়ে গত বছর আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। নতুন বছরে মুক্তি পেতে যাচ্ছে তার পরবর্তী সিনেমা ‘হানিমুন’। প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও শুভশ্রী।
সম্প্রতি সিনেমাটির গানের শুটিং করতে থাইল্যান্ডে গিয়েছিলেন এই জুটি। ২৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। বর্তমানে ‘হানিমুন’ নিয়েই মেতে আছেন এই অভিনেত্রী। সিনেমাটিতে তার চরিত্র প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে শুভশ্রী বলেন, ‘এই সিনেমায় আমার চরিত্রের নাম জয়তী। সে খুব সাধারণ একজন মেয়ে। সকলেই রিলেট করতে পারবেন। মেয়েটির এক বছর বিয়ে হয়েছে কিন্তু হাজব্যান্ড এখনো হনিমুনে নিয়ে যায়নি। সেটা নিয়েই বরের সঙ্গে ঝগড়া। বরের বস আবার খুব কড়া। তিনি ছুটি নেওয়া এক্কেবারে পছন্দ করেন না। মাঝখান থেকে বরটা ফেঁসে যায়..।’
সমরেশ বসুর ‘ছুটির ফাঁদে’ গল্প অবলম্বনে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। সোহম-শুভশ্রী ছাড়াও এতে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক, পার্থ সারথি, রুদ্রনীল ঘোষসহ অনেকে। মুক্তি প্রতীক্ষিত এ সিনেমা নিয়ে অনেক প্রত্যাশা শুভশ্রীর। তবে বর্তমানে তার হাতে নতুন কোনো সিনেমার কাজ নেই। এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘এখন হাতে নতুন কোনো সিনেমার কাজ নেই। চিত্রনাট্য আসছে। ভালো চরিত্রের অপেক্ষায় রয়েছি।’
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

