১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৭

চুমু আর ঘনিষ্ঠ দৃশ্যের ছড়াছড়ি

বিনোদন ডেস্ক:

এমন একটা সময় ছিল সিনেমা একটি চুমুর দৃশ্য থাকলে সেটি নিয়ে ব্যাপক হৈ চৈ হতো। দিনে দিনে সয়ে গেছে দর্শক। চুমুর দৃশ্যে অভ্যস্থ হয়ে উঠেছে তারা। আজকাল বলিউডের এক ছবির এক গানেই মিলছে একাধিক চুমুর দৃশ্য।

তবে সবকিছু ছাড়িয়ে গেল মুক্তির অপেক্ষায় থাকা সেক্স-থ্রিলার ‘হেট স্টোরি ৪’র নতুন গান। ‘তুম মেরে হো’ শিরোনামের এ গানটি ভরপুর চুমু দৃশ্যে। আছে বেশ কিছু রগরগে দৃশ্যও। এটিকে ভালোবাসা দিবসে বিনোদনের সেরা অনুষঙ্গ হিসেবে নিয়েছেন বলিউডপ্রেমীরা। ১২ ফেব্রুয়ারি রাতে প্রকাশ হওয়া গানটি এরই মধ্যে ৮১ লাখেরও বেশি দর্শক দেখেছেন। অনেকে অবশ্য এ গানটিকে সেন্সর ছাড়পত্র দেয়ায় প্রশ্নও তুলেছেন।

বিশাল পান্ডের পরিচালনায় ‘হেট স্টোরি ৪’র নতুন গানটিতে পারফর্ম করেছেন ভিভান ভাথেনা ও ইহানা ডিলন। চমৎকার সব লোকেশনে গানটির মূল উপজীব্য দুই তারকার ঘনিষ্ট দৃশ্যগুলো। এখানে বেশ সাহসী হয়েই নিজেকে হাজির করেছেন খোলামেলা ইহানা। তার কামিনীরুপেই ঝড় উঠেছে ইউটিউবে। ‘তুম মেরে হো’ গানে কণ্ঠ দিয়েছেন জুবিন নাউটিয়াল ও অমৃতা সিং। মনোজ মুনতাসীরের রোমান্টিক কথাগুলোকে সুর-সংগীত করেছেন মিথুন।

এর আগে ‘দিস ইজ নট আ লাভ স্টোরি, ইট ইজ আ হেট স্টোরি’- এমনই বক্তব্য নিয়ে গেল ২৬ জানুয়ারি প্রকাশ পেয়েছে ‘হেট স্টোরি ৪’র অফিসিয়াল ট্রেলার। প্রেম, যৌনতা আর শিহরণের মিশেলে জমজমাট সিনেমা ‘হেট স্টোরি ৪’। বলিউডের ইরোটিক থ্রিলার সিনেমা নির্মাতা ফ্রাঞ্চাইজি হেট স্টোরি। এতে মূল নায়িকা হিসেবে কাজ করেছেন উর্বশী রাওতেলা। আগামী ৯ মার্চ প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ৫:০২ অপরাহ্ণ