১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৪

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলবেন স্টেফানি

আন্তর্জাতিক ডেস্ক:

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন চুক্তি ভঙ্গ করেছেন। তাই ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়টি বাধাহীনভাবে ফাঁস করে দিতে চান পর্নো তারকা স্টেফানি ক্লিফোর্ড। পর্নো জগতে তিনি স্টর্মি ডানিয়েলস নামে পরিচিত। মাইকেল কোহেন স্বীকার করেছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনের আগে ক্লিফোর্ডকে এক লাখ ৩০ হাজার ডলার পরিশোধ করেছিলেন ব্যক্তিগত অর্থ থেকে। ক্লিফোর্ড বলেছেন, তাদের মধ্যে যে গোপন চুক্তি ছিল তা লঙ্ঘন করা হয়েছে। তাই তিনি বিশ্বাস করেন, এ নিয়ে কথা বলার ক্ষেত্রে এখন তিনি মুক্ত।

তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্কের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেন নি। বার্তা সংস্থা এপিকে তার ম্যানেজার গিনা রড্রিগুয়েজ বলেছেন, এখন চুক্তি শেষ হয়ে গেছে। স্টর্মি তার কাহিনী বলতে চলেছেন। এ বছরের শুরুর দিকে ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করে যে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে ওই পর্নো তারকাকে এক লাখ ৩০ হাজার ডলার দেয়া হয়েছিল। ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার এক বছর পরে ২০০৬ সালে ওই পর্নো তারকার সঙ্গে ট্রাম্প যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। তবে এ রিপোর্ট প্রকাশ হওয়ার পর স্টর্মি জানিয়েল ওরফে স্টেফানি ক্লিফোর্ড একটি বিবৃতি দেন। তিনি অস্বীকার করেন সব। বলেন, তাদের মধ্যে ওইরকম কোনো সম্পর্ক ছিল না। প্রেসিডেন্ট ট্রাম্প যেদিন প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন সে রাতেই এক টেলিভিশনে হাজির হন স্টেফানি ক্লিফোর্ড। এ রাতেও তিনি তাদের সম্পর্কের কথা নিশ্চিত বা অস্বীকার করেন নি। কিন্তু এ সপ্তাহের শুরুর দিকে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন নিউ ইয়র্ক টাইমসকে বলেন, তিনি নিজের পকেট থেকে ওই পর্নো তারকাকে অর্থ পরিশোধ করেছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ৫:০৮ অপরাহ্ণ