১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

‘কুনজর’ এড়াতে জমিতে সানির পোস্টার

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন। আকর্ষণীয় রূপের জাদুতে ভক্তদের মনে শিহরণ জাগান তিনি। আর সানির এই বিশেষ দিকটিই কাজে লাগিয়েছেন ভারতের অন্ধ্রপ্রদেশের নেলোর জেলার এক কৃষক। জমিতে টাঙিয়েছেন এ অভিনেত্রীর বড়সড় পোস্টার। ৪৫ বছর বয়সি চেনচু রেড্ডি নামের এই কৃষক বান্দা কিন্দি পাল্লি গ্রামের বাসিন্দা। তার অভিযোগ এই বছর তার জমিতে বাঁধাকপির ফলন ভালো হয়েছে। কিন্তু গ্রামবাসী এতে কুনজর দিচ্ছে। আর এই কুনজর এড়াতে জমিতে সানি লিওনের ছবি টাঙিয়ে দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে চেনচু রেড্ডি বলেন, ‘এই বছর আমার দশ একর জমিতে ভালো ফসল হয়েছে। এতে করে গ্রামবাসী ও পথচারীদের নজর লাগছে। তাদের কুনজর থেকে বাঁচতে কয়েকদিন আগে আমি সানি লিওনের পোস্টার টাঙায়।’ পোস্টারটিতে সানির ছবির পাশাপাশি তেলেগু ভাষায় লেখা রয়েছে, ‘কেঁদো না এবং আমার প্রতি ঈর্ষাকাতর হয়ো না।’
ভারতের অন্ধ্রপ্রদেশ বা দক্ষিণের রাজ্যগুলোতে অধিকাংশ মানুষই এই ‘কুনজর’-এ বিশ্বাস করেন। তারা মনে করেন, কারো পরিবারিক শান্তি, সম্পত্তি বা স্বাস্থ্যের ওপর এমন খারাপ নজর পড়লে মারাত্মক ক্ষতি হয়। এ জন্য কৃষকেরা জমিতে কাকতাড়ুয়া বা এ জাতীয় জিনিস জমিতে রাখেন। কিন্তু সানি লিওনের পোস্টার ব্যবহার সম্ভবত এবারই প্রথম। আর যেখানো সানি লিওনের এমন খোলামেলা ছবি টাঙানো সেখানে কারো নজর যে অন্য কোনো দিকে যাবে না এটাই স্বাভাবিক। তাই এই কৃষকের বুদ্ধিটাও বিফল হয়নি। তিনি বলেন, ‘এই বুদ্ধিটা কাজে লেগেছে। এখন কেউ আমার ফসলের দিকে তাকায় না।’

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ৪:২২ অপরাহ্ণ