১৫ই জানুয়ারি, ২০২৬ ইং | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:৩৮

লালমনিরহাটে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

লালমনিরহাট প্রতিনিধি:

বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। তিন দিনের এ আঞ্চলিক ইজতেমা আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

এদিকে ইজতেমা সফল করতে ধর্মপ্রাণ মুসল্লি ও আয়োজকরা কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করে প্রস্তুত করেছেন ইজতেমার মাঠ। এ মাঠ ছাড়াও পাশে রেলওয়ে সিপি স্কুল মাঠ ও রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠও প্রস্তুত রাখা হয়েছে। আগত মুসল্লিদের থাকার জন্য পুরো মাঠে সাটানো হয়েছে সামিয়ানা। তৈরি করা হয়েছে ওযু ও গোসল খানা। এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগ ও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। ইজতেমা মাঠে নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত পুলিশ, ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে।

আয়োজক কমিটির সুরা সদস্য আবুল কাশেম জানান, ইজতেমা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রথম দিনেই জেলার ৫টি উপজেলাসহ পাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমা মাঠে এসে অবস্থান করছেন। ঢাকা কাকড়াইল মসজিদের পেশ ইমাম মওলানা জোবায়ের হাসানের ইমামতিতে ইজতেমা মাঠে শুক্রবার জুমা’র নামাজ আদায় করবেন মুসুল্লিবৃন্দ। এবার দেড় লাখেরও বেশি মুসল্লির সমাগম ঘটতে পারে বলেও তিনি জানান।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ৪:১৯ অপরাহ্ণ