স্পোর্টস ডেস্ক:
ধারণা করা হচ্ছিল, দুদলের হবে হাড্ডাহাড্ডি লড়াই। তবে ম্যাচে তার বিন্দুমাত্র আলোকচ্ছটা দেখা যায়নি। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে পিএসজিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ২ গোল করেন জয়ের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফিরতি লেগে পিএসজির মাঠ প্যারিসে আতিথেয়তা নেবে রিয়াল। তা মাঠে গড়াতে এখনও তিন সপ্তাহ বাকি। তার আগেই ফরাসি দল ও দলটির প্রাণভোমরা নেইমারকে হুঙ্কার ছুড়লেন সিআর সেভেন। জানিয়ে রাখলেন- ‘সেই ম্যাচেও রক্ষণাত্মক হবে না রিয়াল। কীভাবে ফুটবল খেলতে হয় তা দেখিয়ে দেয়া হবে।’
বুধবার রাতে শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে পিএসজিকে চেপে ধরে রিয়াল। তবে ৩৩ মিনিটে আদ্রিও রাবিওর গোলে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় পিএসজি। বিরতির সামান্য আগে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান রোনাল্ডো। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জার্সিতে শততম গোলের রেকর্ড গড়েন তিনি। ৮৩ মিনিটে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে লস ব্লাঙ্কোজদের এগিয়ে নেন সিআর সেভেন। ৮৬ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন মার্সেলো।
এ হারে দারুণ চাপে পড়ে কাঁড়ি কাঁড়ি ইউরো খরচ করে চ্যাম্পিয়নস লিগে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে দল গড়া পিএসজি। আসন্ন ম্যাচে হেরে গেলে চাকরি খোয়াতে পারেন কোচ উনাই এমেরি। স্বাভাবিকভাবেই সেই ম্যাচে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে পিএসজি। এ পরিপ্রেক্ষিতে রোনাল্ডো বলেন, ‘রিয়ালও বসে থাকবে না। তাদের ওপর চাপ বাড়াতে কাজ করে যাবে। এখন থেকেই পরিকল্পনা আঁটা হবে।’ ঘরের মাঠে ভক্ত-সমর্থকদের দারুণ সমর্থন পেয়েছেন রোনাল্ডো, যা তার পারফরম্যান্সে প্রভাব রেখেছে। তিনি বলেন, ‘ এ ম্যাচে দর্শকরা আমাদের ব্যাপক সমর্থন জুগিয়েছেন। আমরা তাদের ভালোবাসা বুঝি। তাদের কারণেই এমন জয় এসেছে।’
মার্সেলোর গোল ও নিজের পারফরম্যান্স নিয়ে পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, ‘তার গোলটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। সে ভালো ম্যাচ খেলেছে। সম্মানটা তার প্রাপ্য। আমি ২ গোল করেছি। দিনটি ভালো ছিল। দল জিতেছে। এটি অবশ্যই বিশেষ কিছু।’ সবশেষে ফের পিএসজির প্রতি হুঙ্কার ছুড়েন রিয়ালের পর্তুগিজ সুপারস্টার, ‘আমরা এতেই সন্তুষ্ট নয়। আমরা গোল করতে ও জিততেই প্যারিসে যাব। এখন শান্ত থাকতে হবে। পরবর্তী খেলায় জয়ের চিন্তাভাবনা করতে হবে।’
দৈনিকদেশজনতা/ আই সি