১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

ভালবাসা দিবসে ‘ওপারে তুমি’

বিনোদন ডেস্ক:

প্রবাসে থেকেও নিয়মিত নাটক পরিচালনা করছেন নির্মাতা সৈয়দ জামিম। ভালবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘ওপারে তুমি’। নাটিকটি রচনা ও পরিচালনা করেছেন সৈয়দ জামিম। সম্পূর্ণ আমেরিকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়ন হয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে- নন্দ আর তুমির সাজানো সংসার ভালোই চলছিলো কিন্তু প্রতিটি মূহুর্ত অপেক্ষা করে তার আসল ভালোবাসার মানুষটির জন্য। বেশ কিছুদিন পার হয়ে যায় তবুও তার ভালোবাসার মানুষের দেখা পায় না, তুমি উদগ্রীব হয়ে পড়ে। হঠাৎ একদিন ফোন আসে নন্দের কাছে কোর্টের তারিখে হাজির হবার জন্য। ঘটনা ক্রমে তুমি জেনে যায় আসল ঘটনা…তুমির ভালোবাসার মানুষটি এখন জেলে তারই শুনানির জন্য নন্দকে কোর্টে যেতে হবে বাঁচাতে হবে তারই বাল্য বন্ধু অনুকে। তুমি নন্দকে কন্টাক্ট ম্যারেজ করে আমেরিকা আসে। নানা নাটকিয়তার মধ্যে দিয়ে গল্প এগিয়ে যায়।
এতে অভিনয় করেছেন টনি ডায়েস, রিচি সোলায়মান, দিপু , নওশিন, হিল্লোল, রাসেক মালিক, নাসরিন আহমেদ প্রমুখ। নাটকটি বৃহস্পতিবার রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ২:৩৫ অপরাহ্ণ