বিনোদন ডেস্ক :
আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই নজরুল মেলা’য় এবছর আজীবন সম্মাননা পাচ্ছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই মেলায় নজরুল সঙ্গীতের বরেণ্য এই শিল্পীর হাতে সম্মাননা তুলে দেয় হবে।
এ উপলক্ষে চ্যানেল আই ভবনে ২৪ মে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ আলম সারোয়ার, সম্মাননায় ভূষিত শাহীন সামাদ ও বরেণ্য নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।
সম্মাননা ঘোষণার পর শাহীন সামাদ বলেন, চ্যানেল আই -এর দেয়া এ সম্মাননা নজরুল সঙ্গীতের প্রতি আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, নির্বাচিত ২০০ নজরুল সঙ্গীত নিয়ে কাজ করছেন শিল্পী ফেরদৌস আরা।
এবারের মেলায় এ শিল্পীর সপ্তম খন্ডে ‘নজরুল সঙ্গীত সমগ্র’ প্রকাশ পাচ্ছে। এটিরও পৃষ্ঠপোষকতা করছে আইএফআইসি ব্যাংক। অতীতে এ সম্মাননা পেয়েছেন সঙ্গীতগুরু সোহরাব হোসেন, সুধীন দাশ, সঙ্গীতজ্ঞ ফিরোজা বেগম ও নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম, খালিদ হোসেন, ফেরদৌসী রহমান, মুস্তাফা জামান আব্বাসী ও নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা।
২৫ মে বিকেল ৪টা ৩০ মিনিটে মেলার উদ্বোধনী পর্বে অংশ নেবেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, গণমাধ্যমের সম্পাদকবৃন্দ, নজরুল বিশেষজ্ঞ ও নজরুল সঙ্গীতশিল্পী এবং চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ। মেলায় থাকবে ক্ষুদ্র ও কুটিরশিল্পের স্টল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫টি স্টল। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
দৈনিক দেশজনতা/এন এইচ