১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৭

ভ্যালেন্টাইনস ডের ধারণাটাই আমি বিশ্বাস করি না : পায়েল

বিনোদন ডেস্ক:

সত্যি বলতে, ভ্যালেন্টাইনস ডের ধারণাটাই আমি বিশ্বাস করি না।’ বিশ্ব ভালোবাসা দিবসে এনটিভি অনলাইনকে এমনটাই বলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ভালোবাসা সম্পর্কে মিষ্টি মুখশ্রীর এই অভিনেত্রী বলেন, ‘আমি যদি কাউকে ভালোবাসি, সেটা যেকোনো সময়েই হতে পারে। সেটা দুপুর ১২টার সময় হতে পারে কিংবা সেটা ভোর ৪টার সময়ও হতে পারে। এটা আমি সব সময় মনে করি। ’

ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো তারিখ দরকার পড়ে না বলেও জানান পায়েল। তিনি আরো বলেন, ‘যেকোনো সময়ই ভালোবাসার জন্য শোভনীয়। আমি বলব, যদি কাউকে ভালোবাসা যায়, প্রতিদিনই সুন্দর ভালোবাসার জন্য। অথবা প্রতিটা দিনই ভালোবাসার জন্য সুন্দর করা সম্ভব।’

‘প্রেম আমার’খ্যাত অভিনেত্রী পায়েল সরকার বর্তমানে চলচ্চিত্র ও সিরিয়ালে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘গুড নাইট সিটি’ চলচ্চিত্রটি। ছবিটি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। চলতি মাসে নতুন ছবির শুটিং শুরু করবেন বলেন জানান পায়েল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৬:৪০ অপরাহ্ণ