১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

ভালোবাসা দিবসে ভক্তদের বিশেষ উপহার সুইটের

বিনোদন ডেস্ক:
বর্তমানে তরুণ-তরুণীদের কাছে টেইলর সুইফট একটি ভালোবাসার নাম। সুইফট তার মিষ্টি কণ্ঠে সঙ্গীতাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন। গতবছরের শেষে রেপুটেশন অ্যালবামটি প্রকাশের পর তার প্রতি এই প্রজন্মের ভালোবাসা যেন আরো বেড়ে যায়। সবার এমন সাড়াকে স্বাগত জানাতে সুইফট বিশ্ব সফরের কথা দিয়েছিলেন। আর সেজন্য তিনি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন রিহার্সেল নিয়ে। সম্প্রতি নিজের ইনস্ট্রাগ্রামে রিহার্সেলরত অবস্থায় তোলা একটি সেলফি আপলোড করেন। সেখানে তিনি লেখেন, ‘রেপু-রিহার্সেল।’
সুইফট আসলেই ভক্ত পাগল। সুযোগ পেলেই হুটহাট করে ভক্তদের নানা চমক দিয়ে থাকেন। যেমন রেপুটেশন প্রকাশের আগে ১০০ ভক্তকে শোনান নতুন গানগুলো। ভালোবাসা দিবসেও নাকি ভক্তদের জন্য নতুন নতুন চমক থাকছে তার পক্ষ থেকে। তবে কেমন হতে পারে এই চমক, তা আন্দাজও করা যাচ্ছে না। গণমাধ্যমকে টেইলর সুইফট বলেন, ‘ভক্তরাই আমার আসল শক্তি। আমার যেকোনো সময়ে আমি তাদেরকে পাশে চাই। তাই তাদেরকে খুশি করতে আমি চমক দেওয়ার চেষ্টা করি। আশা করি এই বিশেষ দিনটিও (ভালোবাসা দিবস) বাদ যাবে না।’
ভক্তদের প্রতি টেইলর সুইফটের এই ভালোবাসা নিয়ে টুইটারে একজন মন্তব্য করেন, ‘সবারই উচিত সুইফটের মতো ভক্তদের সম্মান দেওয়া। কারণ ভক্তদের সম্মান না করে কেউ কখনো বড় তারকা হতে পারে না। এগিয়ে যাও সুইফট।’
প্রসঙ্গত, উত্তর আমেরিকায় ৮ মে থেকে কনসার্ট করবেন তিনি। যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের তারিখগুলো শিগগিরই ঘোষণা করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৬:২৮ অপরাহ্ণ