১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪৯

আবারও টিজারে ভাইরাল প্রিয়া প্রকাশ

বিনোদন ডেস্ক:

সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁর ভ্রুর নাচন যে এত ভাইরাল হবে, তা প্রিয়া তো বটেই, খোদ পরিচালকও নিশ্চয়ই ভাবতে পারেননি। ‘মানইয়াকা মালারায়া পুভি’ শিরোনামের যে গানে প্রিয়া প্রকাশ ভাররিয়ের তাঁর ভ্রুর নাচন দেখিয়েছেন, ইউটিউবে সে গানের ভিউয়ের সংখ্যা এরই মধ্যে ১০ মিলিয়ন ছাড়িয়েছে। জিনিউজের খবরে প্রকাশ, এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে ‘অরু আদার লাভ’ ছবির নতুন টিজার ছাড়া হয়েছে।

নতুন টিজারে আবারও নতুন রূপে হাজির হয়েছেন প্রিয়া প্রকাশ ও রোশন আবদুর রউফ। যেখানে ক্লাসরুমে বসে বন্দুকের মাধ্যমে রউফের উদ্দেশে চুমু ছুড়ে দিয়েছেন প্রিয়া। আর অন্যদিকে প্রিয়ার চুমুকে নিজের বুকে স্থান দিয়েছেন রউফ। ভালোবাসা দিবসকে উদ্দেশ করে টিজারটি ছাড়া হয়েছে। ভ্রুর নাচনের মতো এরই মধ্যে টিজারটিও ভাইরাল হয়েছে। ইউটিউবে টিজারটির লাইকের সংখ্যা এক লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।

‘অরু আদার লাভ’ ছবিটির মাধ্যমে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন প্রিয়া প্রকাশ। চলচ্চিত্র ছাড়াও বিভিন্ন ফ্যাশন শোতে র‍্যাম্প মডেল হিসেবে হেঁটেছেন প্রিয়া। ২০১৭ সালে ভারতের জনপ্রিয় ফ্যাশন শো ‘ঐশ্বরানী ২০১৭’-তেও র‍্যাম্প মডেল হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। মডেলিংয়ের পাশাপাশি মোহিনীঅট্টম নাচেও বিশেষভাবে পারদর্শী প্রিয়া। তাই ওই রকম ভ্রুর নাচন তাঁর জন্য কঠিন কিছু হওয়ার কথা নয়। টুইটার ও ইনস্টাগ্রামেও সরব উপস্থিতি রয়েছে প্রিয়ার। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় ৫৫ হাজার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৫:৪৫ অপরাহ্ণ