১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

সিলেট ও রংপুরে শ্রম আদালত হবে: শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
শ্রমিকদের ন্যায় বিচার নিশ্চত করেতে সিলেট ও রংপুরে নতুন শ্রম আদালত স্থাপন করা হবে। আজ বুধবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের একথা জানান। ১১ সদস্য বিশিষ্ট ইইউ’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দক্ষিণ এশিয়াবিষয়ক ডেলিগেশন প্রধান জেন ল্যাম্বার্ড।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের বিচার প্রাপ্তি সহজ করার লক্ষ্যে আমরা আরও দুটি লেবার কোর্ট বাড়াচ্ছি। যাতে শ্রমিকরা বিচারের সুযোগ পায়। নতুন দুটি লেবার কোর্টের একটি হবে সিলেটে আরেকটি হবে রংপুরে।’
বর্তমানে বাংলাদেশে ৭টি শ্রম আদালত রয়েছে জানিয়ে তিনি বলেন, ঢাকায় তিনটি লেবার কোর্ট আছে। কোর্টগুলো একসঙ্গে আছে। কোর্টের আওতা নরসিংদী, নারায়ণগঞ্জ গাজীপুর- এভাবে আলাদা করা যায় কিনা এ রকম একটি চিন্তা-ভাবনা আমাদের আছে। অর্থাৎ কোর্টটাকে শিফট করা। গাজীপুরের শ্রমিক ঢাকায় এসে বিচার পাওয়া খুব কঠিন হয়। বাসস।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৫:৫৫ অপরাহ্ণ