১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

ভালোবাসা দিবসে ক্যাপিটাল এফএম-এ আয়োজন

বিনোদন ডেস্ক:

ভালোবাসা দিবস উপলক্ষে ক্যাপিটাল এফ এম এ চলছে নানা আয়োজন। এর মধ্যে ক্রিস্পি পিএম অনুষ্ঠানে বুধবার বিকেল ৩.০০ টায় থাকবেন জনপ্রিয় ওয়েডিং ফটোগ্রাফার ইশরাত আমিন এবং সায়েম রিয়াদ দম্পতি। নাট বল্টুতে থাকবেন মীরাক্কেলের ফারজানা শশি, ব্যাক স্ট্রীট ভয়েস অনুষ্ঠানে থাকবেন পাওয়ার ভয়েস কাঁপানো সঙ্গীত শিল্পী রেশমি মীর্জা ও সৌরভ দম্পতি এবং সব শেষে রাত ১১টায় ভালোবাসা অনুষ্ঠান আসবেন গুরু এহতেশাম।

ক্যাপিটাল এফ এম এর এই বিশেষ আয়োজনে এসএমএস ও লাইভ ফোনকলের মাধ্যমে শ্রোতারা গানের রিকুয়েস্ট করতে পারেন। SMS করার নিয়ম CFM-NAME-LOCATION-YOUR TEXT পাঠাতে হবে 6969 নাম্বারে আর লাইভ ফোন কলের জন্য নাম্বার-০২৫৫০৩৬৬৫৯। শুনতে টিউন করুন ক্যাপিটাল এফ এম ৯৪.৮। ফেসবুক লাইভের জন্য চোখ রাখুন ক্যাপিটাল এফ এম অফিসিয়াল পেজে (www.facebook.com/capitalfm94.8)।

দেশের অনান্য অঞ্চল ও প্রবাসে থেকেও শুনতে চাইলে Google Play Store বা IOS App Store থেকে Radio Capital 94.8 FM অ্যাপটি ডাউনলোড করে আপনার স্মার্টফোনে শুনুন http://www.radiocapital.fm/ এর অনুষ্ঠানগুলো বিশ্বের যেকোনো প্রান্ত থেকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৪:১৭ অপরাহ্ণ