বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
আগামী ১৬ ফেব্রুয়ারি শুক্রবার আংশিক সূর্যগ্রহণ হবে। ওই দিন বাংলাদেশ সময় 00টা ৫৬ মিনিট গ্রহণ শুরু হয়ে ৪টা ৪৭ মিনিট শেষ হবে। তবে বাংলাদেশে সূর্যগ্রহণ দেখা যাবে না। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখার বরাত দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর আজ এ তথ্য জানিয়েছে। আইএসপিআর আরও জানায়, সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ সময় ২টা ৫১ মিনিট ২৪ সেকেন্ডে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে শূন্য দশমিক ৫৯৮।
আইএসপিআর জানিয়েছে, অ্যান্টার্কটিকার সয়া স্টেশনের উত্তর-পূর্বে দক্ষিণ মহাসাগরে আগামী ১৬ ফেব্রুয়ারি স্থানীয় মান সময় ভোর ৪টা ৩৩ মিনিট ৪৭ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে আর্জেন্টিনার রোকে পেরেজ শহরের উত্তর-পূর্বে আগামী ১৫ ফেব্রুয়ারি স্থানীয় মান সময় সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট ৫৭ সেকেন্ডে শেষ হবে।
অ্যান্টার্কটিকার ন্যুমায়ের স্টেশনের উত্তর-পশ্চিমে আগামী ১৫ ফেব্রুয়ারি স্থানীয় মান সময় রাত ৯টা ২৭ মিনিট ২৪ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধু এ স্থানেই গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে শূন্য দশমিক ৫৯৮।
দৈনিকদেশজনতা/ আই সি