১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

আমার কোনো বয়ফ্রেন্ড নেই : এভ্রিল

বিনোদন ডেস্ক:

জান্নাতুল নাঈম এভ্রিল। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আলোচিত হন তিনি। এখন মডেলিং ও অভিনয় করছেন। ফাল্গুনের প্রথম দিন ব্যক্তিগত ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন এভ্রিল। ফাল্গুনের প্রথম দিন বিশেষ কোনো পরিকল্পনা নেই। বিকেলে হলুদ শাড়ি পরার ইচ্ছে আছে। মাথায় ফুল পরতে পারি। গত বছর প্রথম ফাল্গুনের দিনে হলুদ শাড়ি আমি পরেছিলাম। হলুদ রঙের শাড়ি আমার খুব পছন্দ। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা মানে অনুভূতি। কাউকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তাঁর অনুপস্থিতিতে কষ্ট পাওয়া। অন্য সবাই কাছে থাকলেও তাঁকে মিস করা। তাঁর মুখে সামান্য হাসি ফোটানোর জন্য সবকিছু করার ইচ্ছা।
আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি মনে করি, ভালোবাসা দিবস তো শুধু প্রেমিক-প্রেমিকাদের জন্য নয়। আপনিও হয়তো আমার সঙ্গে একমত হবেন। কাল সারা দিন বাসায় থাকব। ঘুমাব। দুপুরের পর প্রিয় বন্ধুদের নিয়ে ঘুরতে বের হবো। ভালোবাসা দিবসে আমার কাছের মানুষদের সঙ্গে দারুণ সময় পার করার ইচ্ছে আছে। সুযোগ পেলে রিকাশায় করে ঘুরে বেড়াব। বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখছি। কারণ আমি নাচ করতে পারি না। নাচ শেখা দরকার। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। আগে সবকিছু ফাইনাল হোক, তারপর সবাইকে জানাব। চলচ্চিত্রে নিজের ভালোভাবে অভিষেক করতে চাই ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ৬:২০ অপরাহ্ণ