১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২০

অনশনের অনুমতি পায়নি বিএনপি: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‍মুক্তির দাবিতে পূর্বঘোষিত অনশন কর্মসূচির স্থান নির্ধারণ করতে পারেনি বিএনপি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুমতি চাইলেও এখনও তারা আগামীকালের (বুধবার) কর্মসূচির স্থানের কোন অনুমতি দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিয়োগ করেন।

রিজভী বলেন, ‘আগামীকাল (বুধবার) আমাদের অনশন কর্মসূচির জন্য ডিএমপির কাছে অনুমতি চাইলে তারা এখনও পর্যন্ত আমাদের নিশ্চিত করে নাই। তারপরও আগামীকালের কর্মসূচি কখন হবে সেটি আমরা গণমাধ্যামকে শিগগিরই জানিয়ে দেবো।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ- দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ৬:৫৯ অপরাহ্ণ