বিনোদন ডেস্ক:
সদালাপী রওনক ব্যাংকে কর্মরত। রওনক এর স্ত্রী রমা বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। যার জীবনের লক্ষ্য নিজেকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়া। নিজ সংসারের হিসেব মেলাতে না পেরে দিনে দিনে অসংলগ্নতা পেয়ে বসে রওনককে। হঠাৎ সে অন্য এক মানুষ যেন চার দেয়ালের ঘর যেন রওনক এর কাছে ঘর নয়।
ঝর্ণা রওনক এর ব্যাংকে জয়েন করে। ছাত্রজীবনে ঝর্ণা বিয়ে করেছিল বাবলুকে। অনেক চেষ্টা করেও মাদকের পথ থেকে ফেরাতে না পেরে ডিভোর্সের সিদ্ধান্ত নেয় তাকে। নিজেদের অপ্রাপ্তিগুলোকে খুঁজে পেতে, জীবনের অপূর্ণ অধ্যায় সমাপ্ত করে সুখের একটি ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করে ঝর্ণা ও রওনক।রওনক এর বন্ধু প্রফেসর মোহন মৃধা। রওনক ও সে একই ভাব আদর্শের অনুসারী। বন্ধুত্বের সম্পর্কে যুক্তি আর তর্কে দিনশেষে তাদের জীবন ভাবনার ভিন্নতা দুজনকে নির্দিষ্ট ছকের বাইরে নিয়ে যায়।
এমনি ঘটনায় ড. মইনুল খানের রচনা ও সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘মিথোজীবী।’ বিশ্ব ভালোবাসা দিবসে চ্যানেল আইতে বিকেল ৩ টা ৫ মিনিটে দেখানো হবে। জিনাত হাকিমের চিত্রনাট্যে রচিত নাটকটি পরিচালনা করেছেন আজিজুল হাকিম। এ টেলিফিল্মে অভিনয় করেছেন সোহানা সাবা, সাজু খাদেম, মীর সাব্বির, মৌটুসি বিশ্বাস, ফেরদৌস তমাল, স্নিগ্ধা, তমা প্রমুখ।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

