১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

দক্ষিণ কোরিয়ার প্রশংসায় কিম উন

আন্তর্জাতিক ডেস্ক:

শীতকালীন অলিম্পিক আসরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলকে ‘চিত্তাকর্ষক’ সহায়তার জন্য দক্ষিণ কোরিয়াকে প্রশংসা করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার উপস্থিতিকে অগ্রাধিকার দেয়া এবং দারুণ আতিথেয়তার জন্য দক্ষিণকে ধন্যবাদ জানিয়েছেন কিম। কিমের ছোট বোন কিম ইয়ো জং এর নেতৃত্বে উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় যায়। সফর শেষে তারা উত্তরে ফিরে গেছেন।
সফরের বিষয়ে তাদের প্রতিবেদন পাওয়ার পরই কিম এসব মন্তব্য করেছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি দলের প্রতিবেদন পাওয়ার পরই কিম জং উন ওই বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, কিম উনের বক্তব্য কিংবা দক্ষিণ কোরিয়ার এই ইতিবাচক মনভাবনা আগামীতে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে সহায়তা করবে।
উল্লেখ্য, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার (ডিপিআরকে) উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়া সফর শেষ করে রবিবার রাতে দেশে ফিরে আসে। দক্ষিণ কোরিয়ার পিয়ংচংয়ে অনুষ্ঠিত ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এ প্রতিনিধি দল সিউল সফরে যান। খবর বিবিসি।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ৩:৫৩ অপরাহ্ণ