স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্ট ফরম্যাটের কারণে হারিয়ে যাচ্ছে ক্রিকেটে আদি সংস্করণ টেস্টে ও ওয়ানডে ফরম্যাট। মাত্র ১৫ বছর আগে আনুষ্ঠানিকভাবে শুরু হয় টি-টুয়েন্টি ক্রিকেটের। অথচ এর মাঝেই ক্রিকেটের প্রতিষ্ঠিত ফরম্যাট টেস্ট ও ওয়ানডের জনপ্রিয়তা ছাড়িয়ে গেছে এটি। প্রথম থেকেই এই ফরম্যাট নিয়ে ভয় ছিল যে ধীরে ধীরে এটি অন্য ফরম্যাটগুলোকে ছাপিয়ে যাবে। প্রায় ১৪০ বছরেরও আগে আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু হয়েছে টেস্ট ক্রিকেটের হাত ধরে। এরপর ধীরে ধীরে এসেছে ৫০ ওভারের ক্রিকেট।
সে তুলনায় টি-টুয়েন্টি ক্রিকেট একেবারেই নবীন। আর এখন তো দশ ওভারের ফরম্যাটকেও জনপ্রিয় করার একটা চেষ্টা চলছে। তবে ইংল্যান্ডের সীমিত ওভারের উইকেটকিপার-ব্যাটসম্যান ভবিষ্যত দেখছেন না টেস্ট ক্রিকেটের। তার মতে, সামনে হয়ত টি-টুয়েন্টিই একমাত্র প্রতিষ্ঠিত ফরম্যাটের ক্রিকেট হিসেবে খেলা হবে বলে অতঙ্ক ঝড়ে পড়ে বাটলারের কন্ঠে! তার মতে খুব শীঘ্রই আসছে এই দিন, আমি অনুভব করছি ভবিষ্যতে ক্রিকেট এক ফরম্যাটের খেলা হয়ে যেতে পারে। সেটা হতে পারে খুব তাড়াতাড়ি অথবা ১৫-২০ বছরের মধ্যে।
দৈনিকদেশজনতা/ আই সি