১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

রিয়ালকে হটিয়ে তিন নম্বরে ভ্যালেন্সিয়া

স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। গতকাল লেভান্তেকে ৩-১ গোলে হারায় তারা। এ জয়ে লীগ তালিকায় জায়ান্ট রিয়াল মাদ্রিদকে হটিয়ে তিন নম্বরে উঠে এলো ভ্যালেন্সিয়া। আগের দিন রিয়াল সোসিয়েদাদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে লা লিগায় তিন নম্বরে উঠেছিলো রিয়াল। ২৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে ভ্যালেন্সিয়া। এক ম্যাচ কম খেলে একধাপ নিচে কোচ জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।

লেভান্তের বিপক্ষে ম্যাচের আগে সব প্রতিযোগিতায় শেষ ছয় ম্যচ জয়হীন ছিলো ভ্যালেন্সিয়া। সর্বশেষ কোপা দেল রে’তে বার্সেলোনা এবং লা লিগায় লাস পালমাস, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের স্বাদ পায় তারা। গতকাল ঘরের মাঠে প্রথমার্ধের ১৭ মিনিটের মাথায় স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড সান্তি মিনার গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। এর এক মিনিট পর গোল করে লেভান্তেকে সমতায় ফেরান সার্জিও পোস্টিগো। পরে স্বাগতিকদের হয়ে বাকি দু’গোল করেন রুসিয়ানো ভিয়েত্তু ও ড্যানিয়েল পারেজু।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ৩:২১ অপরাহ্ণ