২০শে জানুয়ারি, ২০২৬ ইং | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৪

তুমিই আমার মিস রাইট, আমার একমাত্র ভ্যালেন্টাইন

বিনোদন ডেস্ক:

২০১৪ তে ৫৪ বছরের ক্লুনি বিয়ে করেন ৩৬ বছরের আমালকে। সেই রয়্যাল ওয়েডিং ঘিরে সে সময় আলোচনা-শোরগোল ওঠে গোটা দুনিয়ার শোবিজে। বয়স ষাটের দিকে এগোচ্ছে। তবু তিনি আজও বহু অষ্টাদশীর স্বপ্নের পুরুষ।
২০১৬ সালে দ্বিতীয় স্ত্রী আমালের সঙ্গে তাঁর বিচ্ছেদের জল্পনায় উচ্ছ্বসিত হয়েছিলো ক্লুনির নারী ভক্তরা। সংবাদ আসে ৩০ কোটি ডলারের সমঝোতায় তাঁদের ডিভোর্স হচ্ছে! কিন্তু সব রটনা মিথ্যা প্রমাণ করে কিছু দিন পরেই যমজ সন্তান আসে জর্জ-আমালের সংসারে।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ২:৩৪ অপরাহ্ণ