১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

রণবীরের এনার্জির কারণ দীপিকা

বিনোদন ডেস্ক:

অভিনয় হোক বা নাচের মঞ্চ। রণবীর সিংয়ের পারফরম্যান্স মানেই যেন এনার্জি বম্ব। কিন্তু এই এনার্জির উত্স কী? তা এতদিনে শেয়ার করলেন নায়ক। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। সম্প্রতি মুম্বাইতে তারকা ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার একটি অনুষ্ঠানে হাজির ছিলেন রণবীর। সেখানে তার ফ্যানক্লাবের এক সদস্য জানতে চান, ‘এত এনার্জি আপনি কোথা থেকে পান?’

এর উত্তরেই রণবীর বলেন, ‘তুমি কি জান, আমার প্রেমিকা কে?’ অর্থাৎ প্রেমিকার কারণেই যে তিনি এত এনার্জেটিক তা প্রকাশ্যে স্বীকার করে নিলেন নায়ক। দীপিকা পাড়ুকোন যে তার ‘প্রেমিকা’ এ কথা আগেও বহুবার প্রকাশ্যে বলেছেন রণবীর সিং। তাই রণবীরের এনার্জির পিছনে লুকিয়ে রয়েছে ‘দীপিকা’ রহস্য। রণবীর নিজে যদিও দীপিকার নাম করেননি। তবে ইঙ্গিত যে দীপিকার দিকেই তা স্পষ্ট বলে মনে করছেন বলিউড মহলের একটা বড় অংশ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০১৮ ১২:০৫ অপরাহ্ণ