১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো ক্ষতি হয়নি: মাইক পেন্স

আন্তর্জাতিক ডেস্ক:

দুই কোরিয়ার সম্পর্কে সুবাতাস বইছে। উর্ধ্বতন নেতাদের যোগাযোগ বেড়েছে। আর তারই জের ধরে অনেকেই মনে করছেন, এতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। কিন্তু এমনটা মানতে নারাজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তার মতে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো ক্ষতি হয়নি।

তিনি দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রার সময় সাংবাদিকদের বলেছেন, শীতকালীন অলিম্পিক নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ তথা সম্পর্ক বাড়ছে। পরমাণু উত্তেজনার মধ্যে এ ধরনের সম্পর্ক বাড়াটা ইতিবাচক। মাইক পেন্স আরও বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর চাপ অব্যাহত রাখবে। এ বিষয়ে দুই দেশই অঙ্গীকারবদ্ধ।

প্রসঙ্গত, শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনকে আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০১৮ ১২:০৮ অপরাহ্ণ