১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

করণের কফি শোয়ে বিরাট-আনুশকা

বিনোদন ডেস্ক:

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পরী’ ছবির টিজার। সামনেই ছবির প্রচারে ব্যস্ত সময় কাটাতে হবে আনুশকা শর্মাকে। আর প্রচারের শুরুটা হতে পারে করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোয়ের মাধ্যমে। তবে আনুশকাকে একা শোতে চান না করণ। দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যস্ত থাকা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকেও আনুশকার সঙ্গে চান করণ।

জুম টিভির খবরে প্রকাশ, করণের এমন আবদার ফেলেননি আনুশকা। ফলে প্রথমবারের মতো কোনো টিভি শোতে স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে উপস্থিত হতে যাচ্ছেন আনুশকা-বিরাট জুটি। ২৪ ফেব্রুয়ারি সিরিজ শেষে ভারতে ফিরবেন বিরাট। ২ মার্চের আগেই হবে বিরাট-আনুশকা পর্বের শুটিং।

কারণ, ২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে আনুশকা অভিনীত ‘পরী’। ছবিতে আনুশকা ছাড়াও আরো অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রজত কাপুর এবং রিতাভরি চক্রবর্তী। আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ও প্রেরণা আরোরা এবং অর্জুন কাপুরের প্রযোজনা সংস্থা ক্রিআর্জ এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন প্রসিত রায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০১৮ ১১:৩৫ পূর্বাহ্ণ