১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

ভালোবাসা দিবসে ওপারে চন্দ্রাবতী’র যাত্রা শুরু

বিনোদন প্রতিবেদক :

তরুণ নির্মাতা রফিক শিকদার নির্মাণ করছেন ‘ওপারে চন্দ্রাবতী’ নামের চলচ্চিত্র। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা পরীমনি। ইতিমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধও হয়েছেন তারা। বিশ্ব ভালোবাসা দিবসে ‘ওপারে চন্দ্রাবতী’ সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হবে। ১৪ ফেব্রুয়ারি বিএফডিসির ঝরণা স্পটে এর মহরত অনুষ্ঠিত হবে বলে রাইজিংবিডিকে জানান নির্মাতা রফিক।
এ প্রসঙ্গে রফিক শিকদার বলেন, ‘‘ওপারে চন্দ্রাবতী’ সিনেমাটি একটি প্রেমের গল্পের সিনেমা। তাই রোমান্টিক ঘরানার এই সিনেমার মহরত ভালোবাসা দিবসে করছি। ১ এপ্রিল থেকে এর দৃশ্যায়নের কাজ শুরু করব। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন করা হবে।’’‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজের নাম লেখান রফিক শিকদার। এরপর ‘হৃদয় জুড়ে’ নির্মাণ করছেন তিনি। নির্মাণাধীন এই সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার প্রিয়াঙ্কা সরকার।

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০১৮ ১১:২৯ পূর্বাহ্ণ