১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৪

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

দৈনিক দেশজনতা ডেস্ক:

মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ৪ তলা থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত ওই শ্রমিকের নাম আব্দুল জলিল (২৮)। সে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দাসপাড়া গ্রামের মৃত সালামের ছেলে।
শুক্রবার সকালে কুয়ালালামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জলিলের বন্ধু দাসপাড়া গ্রামের বাসিন্দা শামীম আহমেদ স্বপন জানান, গত তিন বছর আগে জলিল মালয়েশিয়া যান। সেখানে কুয়ালালামপুর শহরের জেলান টেকনোলজি নামে একটি কোম্পানিতে কাজ শুরু করেন। শুক্রবার একটি নির্মাণাধীন ভবনের চার তলায় শ্রমিকের কাজ করতে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই জলিল মারা যান।
নিহত জলিলের বড় ভাই আবুল হোসেন জানান, সোমবার তার লাশ দেশে আসার কথা রয়েছে। জলিলের দুই কন্যা সন্তান রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ৭:০২ অপরাহ্ণ